

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাট-১ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চলা মানববন্ধনে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চিতলমারী উপজেলা সদরের থানা রোডে এই হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে বুধবার দিবাগত রাতে বাগেরহাট- ২ আসনের সদর উপজেলার দড়াটানা ব্রীজের কাছে দুর্র্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী এই আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিসের সকল আসবাবপত্র।
বিএনপির বহিস্কৃত উপজেলা সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস নিজেকে ধানের শীষের প্রার্থীর সর্মথক দাবি করে বলেন, আমি দলের কোন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লোক না। বিএনপির প্রার্থী কপিল মন্ডলের অতি উৎসাহি সমর্থকরা তার বহিস্কারাদেশ প্রত্যাহারের মানববন্ধনে অংশ নেয়া শীতল মন্ডল (৬২), সুরেন মজুমদার (৬৫), হাসিবুল বিশ্বাস (৫০), জানজার শেখ (৪৫) ও এক নারীকে পিটিয়ে আহত করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত ২৬ জানুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার জন্য চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে দল থেকে বহিস্কার করেন।
চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু জানান, বহিস্কৃারাদেশ প্রত্যাহার দাবিতে মমিনুল হক টুলু বিশ্বাসের পক্ষের মানববন্ধনে হামলার ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়। অতি উৎসাহিরা এই হামলা চালিয়ে এর দায় বিএনপির নেতাকর্মীর উপর চাপিয়ে অপ্রচার চালানো হচ্ছে।
মন্তব্য করুন
