সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
বাগেরহাটে এনসিপির নেতাদের পদত্যাগ
expand
বাগেরহাটে এনসিপির নেতাদের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন নেতারা।

পদত্যাগকারী অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলাধীন বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। কমিটি গঠনের তারিখ ০৩/০৬/২০২৫ ইং হতে ১১/০১/২০২৬ ইং তারিখ পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম।

কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জন্ম ও পথচলা, তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম, তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আর পথচলা সম্ভব নয়।

আমার ব্যক্তিগত দর্শন এবং এনসিপি’র রাজনৈতিক দর্শন পরস্পর সংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। একই সঙ্গে আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যেকোনো পর্যায়ের সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করছি।

তবে দেশ ও জাতির কল্যাণে একজন সেনা সদস্য হিসেবে আমি সর্বদা নিয়োজিত ছিলাম, বর্তমানে অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব। কিন্তু সেটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো সদস্য হিসেবে নয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট-এর নাম ব্যবহার করে আমি কোনো হামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাট-বাজার দখল, মামলা বাণিজ্যসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কখনো সম্পৃক্ত হইনি। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো দায়-দায়িত্ব আমার ওপর বর্তায় না।

আমি দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত ছিলাম, ভবিষ্যতেও থাকব।

এ সময় অন্যান্য সদস্যরাও একইভাবে পদত্যাগের ঘোষণা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X