

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরিফ উসমান হাদি হত্যার ঘটনার সুষ্ঠু বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট ছাত্র জনতা।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
এ সময় তারা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ উসমান হাদি হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি নেই। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি উপদেষ্টা মণ্ডলী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আনুষ্ঠানিক ঘোষণা না দেয , তাহলে বাগেরহাট জেলাকে সম্পূর্ণভাবে ব্লকেড কর্মসূচির দিকে যাওয়া হবে। বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ছাত্র জনতা।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছাত্র জনতার অংশ নেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মন্তব্য করুন
