

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন ভবন ঘিরে ধরেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন এলাকা থেকে আগত মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা জেলা নির্বাচন ভবনের সামনে জড়ো হন। পরে তারা অফিসের প্রধান গেট ঘিরে রাখেন, ফলে কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে পারেননি।
নেতাকর্মীরা জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে হরতাল স্থগিত রাখা হয়েছে। তবে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “দূর্গাপূজা এবং ব্যবসায়ীদের স্বার্থের কারণে হরতাল স্থগিত করেছি। তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে এবং দুপুর পর্যন্ত চলবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস জানান, “এ বিষয়ে আমরা হাইকোর্টে রিট করেছি। আশা করছি আদালত ন্যায়বিচার প্রদান করবেন।”
আগস্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব আসে। প্রস্তাবের পর থেকেই স্থানীয়রা আন্দোলন শুরু করে। নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করে তারা চারটি আসন বহাল রাখার দাবি জানান।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    