রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

 পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
৫৬ বিজিবির অভিযানে পঞ্চগড় সীমান্তে প্রায়  সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় গরু আটক
expand
৫৬ বিজিবির অভিযানে পঞ্চগড় সীমান্তে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় গরু আটক

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্য ৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি৷

আজ রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)৷

এর আগে রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১শগজ বাংলাদেশ অভ্যন্তর এলাকায় ওই ৬ টি ভারতীয় গরু আটক করে বিজিবি সদস্যরা৷

বিজিবি সূত্রে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ,নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা'র পরিকল্পনা ও নির্দেশনায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের নেতৃত্বে ব্যাটালিয়নের বড়শশী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা মোট ৬টি মালিক বিহীন গরু আটক করা হয়৷ আটককৃত গরুরগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

৫৬ বিজিবি জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান দমনে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন