

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবেই ভীতি কাজ করছে। আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থান নির্বাচনের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। কেউ বলছে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচন করবে না, কেউ গণভোটের দাবি তুলছে, আবার কেউ বলছে ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে যাবে না। এ অবস্থায় সাধারণ মানুষের মনে নির্বাচনের প্রসঙ্গেই প্রশ্ন তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও সরকারে না থেকেও সরকারি সুযোগ–সুবিধা যারা পাচ্ছেন, তাঁরা অনেকেই সেই সুবিধা ছাড়তে চান না। তাই নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ ও ভরসার ঘাটতি তৈরি হয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। দল ও নেতাকর্মীদের প্রতি তাঁর আস্থা আছে। “তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের মতামতের ওপরই নির্ভর করবে আমার রাজনৈতিক পথচলা।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই জনসভার আয়োজন করে। পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সিসহ স্থানীয় নেতারা।
জনসভায় পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন।
মন্তব্য করুন