রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫৪ বছর পরেও এভাবে দেশ চলতে পারে না: মোর্শেদ আলম 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
বিএনপির জনসভা
expand
বিএনপির জনসভা

ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে মনোনয়নবঞ্চিত ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে বারবার এ দেশের মানুষ রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বাংলাদেশের যে সংবিধান আছে, যে আইন নিয়ম-কানুন আছে। যখন যে সরকার যা কোনো আইন, সংবিধানের তোয়াক্কা না করে, তাদের নির্ধারিত চিন্তাভাবনা থাকে সেভাবে রাষ্ট্র চালা।

তিনি বলেন, এভাবে পৃথিবীর কোন দেশ চলতে পারে না, স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র যাকে বলে আমরা কিন্তু সেভাবে পাইনি।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারে ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় নারী-পুরুষের মধ্যে শাড়ি-লুঙ্গি উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

মোর্শেদ আলম বলেন, ৭১ সালে স্বাধীন হওয়ার পরে দেশে এক দলীয় বাকশাল হয়েছে। পরবর্তীতে সাময়িক যাত্রাসহ বিভিন্ন সময়ে স্বৈরাচারের উদ্ভূত হয়েছে। আমাদের রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিকভাবে চলে না। আপনাদের কথা আপনাদের কাজ আপনারা নিজে করতে পারেন না। এটা নিশ্চিত করতে হবে, যে আপনার কাজ আপনি করবেন, আপনার কথা বলার স্বাধীনতা থাকতে হবে।

তিনি বলেন, এ দেশে বিভিন্ন রাজনৈতিক যে দল যখন যে দল ক্ষমতায় যা আর যারা বিরোধী দলে থাকে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেন। এই ধরনের ঘটনা আগামী দিনে বাংলাদেশে যাতে না হয়। বিচার বিভাগে স্বাধীনতা থাকতে হবে, মানুষ তার সঠিক বিচার পাবে, অন্যায় যে করবে অন্যায়কারী সাজা হবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না, জোর জুলুম করা যাবে না, জমি দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না।

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর আপনারা আপনাদের ভোট দিতে পারেন নাই। দিনের ভোট রাতে হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে আপনারা ভোটকেন্দ্রে যেতে হবে না। আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। এগুলো যাতে আর কোনদিন বাংলাদেশে কেউ রাষ্ট্রে যেই ক্ষমতায় থাক, সরকার যে দলেরই থাকুক, কিন্তু মানুষের ভোটের অধিকার হরণ করা যাবে না।

তিনি আরও বলেন, এটা আমরা চিরস্থায়ী সমাধান চাই। এরকম আইন চাই যে ভোটের অধিকার কেউ হাত দিতে পারবে না। আপনি কেন্দ্রে আসবেন কেউ বাঁধা দিবে না, আপনার ভোট দেওয়া যে নাগরিক অধিকার, আপনার যে মৌলিক অধিকার সেটা সমুন্নত রাখতে হবে।

তিনি বলেন, সাড়ে পাঁচ হাজার মানুষকে গত সাড়ে ১৫ বছরে গুম-খুন করেছে, আমাদের বাবা-মাদের বুক খালি হবে কেন। কেন সে জানবে না তার বাবার কি অপরাধ, কেন মা জানবে না তার সন্তানের কি অপরাধ। কেন খালেদা জিয়ার মত একজন ৭৮ বয়সী মহিলা তিনবারের প্রধানমন্ত্রী, তিনি সেনাপ্রধানের স্ত্রী ছিলেন। তিনি কেন মিথ্যা মামলায় আড়াই বছর জেল খাটলো, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি টাকার জন্য আড়াই বছর জেল খেটেছে। কিন্তু ওই টাকা বর্তমানে ১২ কোটি টাকা হয়েছে। তাহলে খালেদা জিয়া কি দুর্নীতি করলো?

আপনার সন্তান যে ঘর থেকে বের হবে, সে যেন সুন্দরভাবে আবার বাড়িতে ফিরতে পারে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে হবে এগুলো আমাদের ৩১ দফাতে আছে বলেও জানান তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, রুহুল আমিন, খালেদা নার্গিস, সিরাজুল ইসলাম ঢালী, নজরুল ইসলাম বিএসসি,‌ পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাইফ উল্লাহ্ চৌধুরী, নাইমুল করিম জান্নাত, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও শাহ মুহম্মদ সুজনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন