

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারি বা জুয়ারীদের কেউ প্রশ্রয় দেবেন না। তাদের পক্ষে কেউ তদবির করতে এলে তাকেও ধরে পুলিশের হাতে দিতে হবে।
শনিবার তিন দিনের সফরের শেষ দিনে মোহনগঞ্জ উপজেলার পুকুরিয়াসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, মাদক সব অপরাধের জন্ম দেয়। একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সন্তানের নেশার কারণে বাবা-মা পর্যন্ত নির্যাতনের শিকার হন। মাদকের বিষয়ে কোনো আপোষ নয়।
নিজের কারাজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মিথ্যা মামলায় আমি সাড়ে সতের বছর জেল খেটেছি। তিনটি মৃত্যু দণ্ড ও তিনটি যাবজ্জীবন দিয়েও হাসিনার শখ মেটেনি। কারণ আমি কারো অনৈতিক চাহিদায় সাড়া দিইনি। ‘রাখে আল্লাহ মারে কে’— আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি।
তিনি আরও বলেন, আমি এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা নিয়ে। আমার লক্ষ্য হলো এলাকাকে বেকারমুক্ত করা। প্রতিটি যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন