

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা ও পরিবর্তনের পথে অগ্রযাত্রা শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ আজ শনিবার একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।
২২ নভেম্বর সকাল ৯ টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দীর্ঘ ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রা শেষ হয় বেলা সাড়ে ১২টার দিকে রামগতি বাজারে গিয়ে।
পুরো পথজুড়ে প্রার্থীর সমর্থনে ছিল উচ্ছ্বাস, স্লোগান আর প্রচারণার ব্যানার-ফেস্টুনে সজ্জিত পরিবেশ।
শোভাযাত্রায় কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিজ নিজ মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার অগ্রযাত্রা চলার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও হাত নেড়ে শুভেচ্ছা জানান। এতে এলাকায় নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।
এ,আর হাফিজ উল্লাহ বলেন, দাঁড়িপাল্লা শান্তি ও ন্যায়বিচারের প্রতীক। জনগণ পরিবর্তন ও উন্নয়নের পক্ষে রায় দিতে প্রস্তুত এই শোভাযাত্রা তারই প্রমাণ। তিনি আরও দাবি করেন, রামগতি–কমলনগরের উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি কাজ করতে চান এবং আগামী নির্বাচন হবে জনগণের প্রত্যাশা পূরণের মোড় ঘোরানোর সুযোগ।
স্থানীয়দের মতে, এ ধরনের বড় পরিসরের মোটরসাইকেল শোভাযাত্রা এলাকায় সম্প্রতি নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দলও নিজেদের প্রচারণা আরও জোরদার করতে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন