

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দেশ জুড়ে বইছে নির্বাচনি হাওয়া। এরই মধ্যে প্রার্থীরা প্রতিটি এলাকায় যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
এরই মধ্যে উঠান বৈঠক সহ নানান সভা সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে সালান্দর মাদ্রাসা থেকে প্রায় সাত হাজার মোটরসাইকেলে, প্রায় ২০ হাজার কর্মী সমর্থক নিয়ে এই বিশাল শোডাউন করেছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন।
মিছিলটি জেলা শহরের সালানদর এলাকা থেকে বিপুল মোটরসাইকেল বহর নিয়ে যাত্রা শুরু করে শহরের নারগুন, দানারহাট, বেগুনবাড়ি, বরখোচাবাড়ি, থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে প্রধান সড়ক ধরে ভূল্লি বাজার, ১১ মাইল, রুহিয়া, পাটিয়াডাঙ্গী ও বিসিক শিল্পনগরী এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে দেলওয়ার হোসেনকে ঘিরে থাকে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকদের ঢল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় থাকা দেলাওয়ার হোসেরন ছাদ খোলা গাড়ি থেকে পুরো সময়েই হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
শোডাউন শেষে দেলাওয়ার হোসেন বলেন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ঠাকুরগাঁও গঠনই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, ইপিজেড নির্মাণ, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠাসহ নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন দেলাওয়ার।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে জনগণ তাকে সমর্থন দিলে একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তোলা হবে।
মন্তব্য করুন