রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি'র মশাল মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম
ভূমিকম্প
expand
ভূমিকম্প

৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তপুর- ভোলাহাট) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপি'র একাংশ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌর এলাকায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার পাশে চাতাল থেকে শুরু করেন এবং পুরো বাজার প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়। মিছিল দিতে স্লোগান ছিল বয়কট, বয়কট, বয়কট আলহাজ্ব আমিনুল ইসলাম বয়কট।

মনোনয়ন রিভিউ চাই, ধানের শীষে ভোট চাই, স্লোগানে মুখরিত হয় এই প্রতিবাদ মিছিল। মিছিল শেষে বিএনপি'র সমর্থকরা এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পরিবর্তন চেয়ে বিএনপির ঊর্ধ্বতন মহলে আবেদন জানান।

তারা বলেন, বিএনপি'র দুর্দিনে কখনো আমিনুল ইসলাম তাদের পাশে দাঁড়াননি, এমনকি মনোনয়ন পাওয়ার পরেও কোন নেতাকর্মীকে সে পাশে ডাকেনি।

তারা দাবি করেন, যেই নেতা কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিবেন বা দিয়ে আসছেন তাকেই মনোনীত করা হোক। এক্ষেত্রে তারা এ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের রাজনীতিতে '৯০ দশকের ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র ছাত্রদলের নেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) এর আহসানউল্লাহ হলের ভিপি ও ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন ( রাস্তাঘাট, ব্রিজ/কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান সহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো) ও ব্যবস্থাপনা বিশেজ্ঞ দেশপ্রেমিককে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থী পাওয়া যোগ্য ব্যক্তি।

আশাকরি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ৯০ দশকে তার অবদান বিবেচনা করে তাকে চাঁপাইনবাবগঞ্জ -২ সংসদীয় আসনে নমিনেশন দিয়ে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এলাকা ও দেশের উন্নয়নে তাকে কাজে লাগবেন। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি সম্পন্ন বাংলাদেশীদেরকে স্বদেশে বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখতে উৎসাহিত করতে ইঞ্জিনিয়ার মাসুদকে বিএনপি'র নীতি নির্ধারকগণ নিশ্চয়ই (পোষ্টারম্যান) হিসাবে ব্যবহারের সুযোগ পুনঃবিবেচনা করবেন এবং মনোনয়নটা পুনঃ বিবেচনার দাবি জানান।

উল্লেখ্য এখন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় প্রতিদিন হাজী আমিনুলের বয়কট শ্লোগানে মশাল মিছিল, রেল অবরোধ সহ সভা-সমাবেশ করেছন মনোনয়ন বঞ্চিতদের সম

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন