রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে ইজিবাইক-মোবাইল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
চোর চক্রের সদস্য
expand
চোর চক্রের সদস্য

মাদারীপুরের শিবচর উপজেলায় গাড়ির চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে ইজিবাইক, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা, ফরিদপুর ও শিবচরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার মানায়র চর হাজী নেওয়াজ খা কান্দির মৃত মোকশেদ হাওলাদারের ছেলে ঠান্ডু হাওলাদার (৪০), একই উপজেলার খাট চরমোনাই আমির খা কান্দির মৃত মোসলেম খার ছেলে সুরুজ খা এবং শিবচরের দত্তপাড়া ইউনিয়নের শৌল্লা এলাকার আমিনুদ্দিনের ছেলে সরাফউদ্দিন (৪৫)।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের গণমাধ্যমকে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিরুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক পার্শ্ববর্তী বাজারে যাচ্ছিল।ইজিবাইকটি সাদেকাবাদ এলাকায় পৌঁছালে তিন-চারজন ইজিবাইকের পথরোধ করে চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে পাশের ফসলের ক্ষেতে ফেলে ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী সাব্বির ফরাজী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ একটি চোরচক্র। তারা রাজৈর, শিবচরসহ বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ছিনতাই করে থাকে। এদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইজিবাইক ও মোবাইল ফোনসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন