রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর সুগার মিলসে আখ মাড়াই শুরু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
আখ মাড়াই শুরু
expand
আখ মাড়াই শুরু

২০২৫-২৬ মৌসুমে আখ মাড়াই করে চিনি উৎপাদন শুরু করেছে নাটোর সুগার মিলস। শুক্রবার বিকেলে মিলের কেইন কেরিয়ারে আখ ফেলে নতুন মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (বাণিজ্য ও অর্থ) আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জামায়াতের নায়েবে আমীর ইউনুস আলী, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদ হোসেন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, আখ চাষী নেতা মোসলেম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “সুগার মিল বাঁচলে কৃষক ও শ্রমিকরাও বাঁচবে।” এজন্য সরকার এবছরও আখের মূল্য বৃদ্ধি করেছে। তারা আশা প্রকাশ করেন, চাষীরা নিয়মমাফিক আখ সরবরাহ করলে মিলটি আবারও স্থিতিশীলভাবে চলবে।

মিল কর্তৃপক্ষ ২০২৫-২৬ মৌসুমে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬,৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। গত মৌসুমে মিলটি ১ লাখ ৭ হাজার ৭৭৫ মেট্রিক টন আখ মাড়াই করে ৬,১৪৮ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন