

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে জাফর হাওলাদার (৫৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সোমবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা ও হাসপাতাল–সূত্র জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছে ইসিজি করা হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে চিকিৎসকেরা দুপুর ২টা ১৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
গত ১১ নভেম্বর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের সময় নিজ বাড়ি থেকে জাফর হাওলাদারকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর তিনি সুস্থ ছিলেন বলে দাবি পরিবারের।
হাসপাতালে উপস্থিত জাফরের ভাগ্নি রুমা বলেন, “মামা সুস্থই ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ—আমাদের এমন কিছু জানানো হয়নি। মারা যাওয়ার পরই সব জানতে পারছি।”
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “বন্দি অসুস্থ হলে নিয়ম মেনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। জাফর হাওলাদারের মরদেহ মর্গে রাখা হয়েছে।”
মন্তব্য করুন