

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জ সদর হাসপাতালে সিরিয়াল বা ক্রম ভেঙে আগে এক্সরে করার সুযোগ না দেওয়ায় হাসপাতালের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ই নভেম্বর) দুপুরে হাসপাতালের নিচ তলায় অবস্থিত এক্সরে রুমে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ও হাসপাতালের অন্যান্য কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মারধরের শিকার ওই কর্মীর নাম পিয়াল হোসেন, তিনি হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।
ঘটনার পর পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের দুই ছেলে ফরহাদ ও শিমুলকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিয়ম ভেঙে আগে সেবা নিতে চাইলে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।
হাসপাতালের কর্মীর ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তারা মানববন্ধনসহ কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি পালন করবেন।
মন্তব্য করুন