

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একই পরিবারের ব্যবসায়ী ৩ ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রোববার(১৬ নভেম্বর) রাতে বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী।
জানা গেছে, উপজেলার ভাদাই ইউনিয়নের সজিব বাজারের প্রতিষ্ঠিত মুদি ব্যবসায়ী জামাল উদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে একই এলাকার ছোটপাড়া গ্রামের আবু তালেব লালোর। পুর্ব শত্রুতার জেরে গত শনিবার রাতে দেশিয় অস্ত্রে দলবল নিয়ে জামাল উদ্দিনের দোকানে হামলা ও লুটপাট চালায় আবু তালেব লালো। খবর পেয়ে জামাল উদ্দিনকে বাঁচাতে গিয়ে দেশি অস্ত্রে হামলার শিকার হন জামালের অপর দুই ভাই ব্যবসায়ী কাশেম আলী ও ব্যবসায়ী নওশাদ আলী গুরুতর জখম হন।
এ সময় আহতরা সঞ্জাহীন হয়ে সড়কে পড়ে থাকলে তাদের তিনটি দোকান থেকে নগদ টাকাসহ মালামাল লুট করে হামলাকারীরা। পরে পথচারীরা তাদের ৩ ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে একাধিক স্থানে বাঁধা প্রদান করলেও স্থানীয়দের সহায়তায় তাদেরকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কাশেম আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
এ ঘটনায় আবু তালেব লালোকে প্রধান করে ৮জনের নামসহ অজ্ঞাতনাসা ২০/৩০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী জামাল উদ্দিন। অভিযুক্তদের মোবাইল বন্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
আদিতমারী হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী কসিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহফুজ বলেন, তিন জনে আঘাত পেলেও কাশেম আলী মাথায় ও চোখের উপরে একাধিক স্থানে রক্তাক্ত জখম হয়েছেন। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন