রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোমতী নদীর চর থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
নদীর চর থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
expand
নদীর চর থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নামে এক অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) ভোরে স্থানীয় ভান্তি এলাকা সংলগ্ন কৃষকেরা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মাইনুদ্দিন দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আব্দুর রাজ্জাক নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাতের কোনো একসময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য কিশোরটিকে হত্যা করেছে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে রাখা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করে। তাঁর কাছ থেকে চুরি হওয়া অটোরিকশার পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন