

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতবউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনকে (৫৫) জুতাপেটা করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গৃহবধূর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে এ বিষয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার বিকেলে আটক ইসমাইলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামে ঘটনাটি ঘটে।
অভিযোগ রয়েছে, ইসমাইল হোসেন নিজের স্ত্রীর নাম ব্যবহার করে প্রতিবেশী ওই নারীকে সকালে বাড়িতে ডেকে পাঠান।
গৃহবধূ বাড়িতে গিয়ে দেখেন, তাঁর দাদী–শাশুড়ি নেই। ওই সময় ইসমাইল জোর করে তাঁর মুখ বেঁধে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এক পর্যায়ে বাঁধন খুলে গেলে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ইসমাইলকে ধরে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠায়।
মামলা হওয়ার খবর পেয়ে তিনি পালিয়ে যান। তবে শনিবার ভোরে স্থানীয়রা তাকে আবার ধরে জুতার মালা পরিয়ে ঘোরানোর পর গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ইসমাইলকে হেফাজতে নেয়।
নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
