রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক-মাটি ব্যবসায়ী বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
বিএনপি নেতা আবুল কালাম জহির-ফাইল ছবি
expand
বিএনপি নেতা আবুল কালাম জহির-ফাইল ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম জহির (৫০)কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এলাকায় প্রভাব বিস্তারসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম এ বেলাল হোসেন জানান, এটি কোনো অভ্যন্তরীণ দলীয় দ্বন্দ্ব নয়; বরং পরিকল্পিতভাবে জহিরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, পশ্চিম লতিফপুর এলাকার মোস্তফার দোকানের সামনে সড়কে জহিরের ওপর হামলা চালানো হয়।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কাছেই গুলির খোসাও পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও পরবর্তীকালে তিনি এসব কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন।

ধারণা করা হচ্ছে, এলাকাবিরোধ ও আধিপত্যের লড়াইকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন