সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ইটভাটা মালিক–শ্রমিকদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
expand
লক্ষ্মীপুরে ইটভাটা মালিক–শ্রমিকদের মানববন্ধন

বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ইটভাটা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রামগতি উপজেলা পরিষদের সামনে উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি হয়। মানববন্ধনে ইটভাটা মালিকসহ প্রায় এক হাজার শ্রমিক অংশ নেন।

হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান। এর মধ্যেই বিকল্প কর্মসংস্থানের দাবি তুলে কাপড় গায়ে জড়িয়ে ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার হাতে মানববন্ধনে দাঁড়ান ইটভাটা মালিক–শ্রমিকরা।

এসময় বক্তব্য দেন পরান ব্রিকসের মুহাম্মদ আকবর হোসেন, হাওলাদার ব্রিকসের আতিকুর রহমান, আমিন ট্রেড করপোরেশনের মো. আল আমীন, শ্রমিক নেতা মো. নূরনবীসহ অন্যরা।

উল্লেখ্য, এখন পর্যন্ত উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন