রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
উদ্ধার তৎপরতা
expand
উদ্ধার তৎপরতা

শনিবার রাতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের কারও পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, রাতের প্রথম দুর্ঘটনাটি ঘটে এক্সপ্রেসওয়ের মাওয়া-মুখী লেনে। দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স লেনে থাকা এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে এক্সপ্রেসওয়ের ওমপাড়া–হাঁসাড়া এলাকায়। সেখানে আরেকটি যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা আরেক ব্যক্তি নিহত হন।

উভয় ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন