

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশার পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক যাত্রী পুড়ে মারা গেছেন।
এ ঘটনায় সিএনজির চালক আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল তারাকান্দি সড়কের কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ভূঞাপুরগামী একটি সিএনজি অটোরিকশা নগরবাড়ি এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। চালক শান্ত কোনোমতে বাইরে বেরিয়ে আসলেও ভেতরে থাকা যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার স্বপন আলী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন