

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় বারবার নোটিশ করার পরও পৌরকর পরিশোধ না করায় আসাদ নামে একটি মার্কেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ নভেম্বর) আসাদ মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে ভালুকা মডেল থানার পুলিশ সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালান।
পৌর কার্যালয় সূত্রে জানা যায়, ভালুকা বাজার সড়কে অবস্থিত আসাদ মার্কেটটি। মার্কেটের মালিক দীর্ঘ ১৮ বছর ধরে তার মার্কেটের পৌরকর পরিশোধ করছিলেন না। পৌরসভা থেকে বারবার নোটিশ দেওয়ার পরও মার্কেট মালিক তা আমলে নেননি। বকেয়ার পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানিয়েছেন, যারা পৌরকর বকেয়া পরিশোধ করেননি, তাদের দ্রুত তা পরিশোধ করেন এবং এ অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন