মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘টাকা দিয়ে রাজনীতি চলবে না’—ট্রেনের সামনে বিএনপি কর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন হিরণের সমর্থকেরা
expand
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন হিরণের সমর্থকেরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে তায়েবুর রহমান হিরণের নাম বাদ পড়ায় তার সমর্থকেরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন হিরণের সমর্থকেরা। এতে নেত্রকোণার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে ক্ষুব্ধ কর্মী–সমর্থকেরা রেললাইনে শুয়ে পড়েন এবং ট্রেনের সামনে উঠে স্লোগান দিতে থাকেন। তাঁরা ‘টাকা দিয়ে রাজনীতি চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন। অথচ তাঁকে উপেক্ষা করে কেন্দ্রীয় বিএনপি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে প্রার্থী ঘোষণা করেছে। এ সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ ও হতাশ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, “সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে পৌঁছালে হিরণের সমর্থকেরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যাত্রীদের ভোগান্তির বিষয়টি বুঝিয়ে বললে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা সরে যান। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।”

এর আগে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় গৌরীপুর আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার পরই গৌরীপুর উপজেলা বিএনপির একাংশে অসন্তোষ দেখা দেয়। সোমবার (৩ নভেম্বর) রাতে তায়েবুর রহমান হিরণের সমর্থকেরা শহরের উত্তর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তায়েবুর রহমান হিরণের মনোনয়ন ফিরিয়ে না নিলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন