মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনে মোট ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
তিনটি আসনে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার
expand
তিনটি আসনে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মুন্সীগঞ্জের সংসদীয় তিনটি আসনে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়ন প্রত্যাহার ফরম পূরন করে জমা দেন তারা।

২৩ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার কারণে জেলার তিনটি সংসদীয় আসনে এখন মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে ১৯ জন।

আগামীকাল বুধবার ২১ (জানুয়ারি) এসব প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, মুন্সীগঞ্জ- ১ : এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর মধ্যে ১ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। মনোনয়ন যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

পরবর্তীতে আপীল করে তিনি তার মনোনয়নের বৈধতা ফিরে পান। বৈধতা ফিরে পাওয়ার পরও তিনি এখন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

মুন্সীগঞ্জ- ২: এই আসনটিতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এরা হলেন, ১. বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যাপক এভিএম ফজলুল করিম। ১০ দলীয় জোটের সিদ্ধান্তের আলোকে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ২. বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আমিনুল ইসলাম। ১০ দলীয় জোটের সিদ্ধান্তে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেন।

মুন্সীগঞ্জ- ৩: এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি হলেন, খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী। ১০ দলীয় জোটের থাকায় দলীয় সিদ্ধান্তের কারণে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X