মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসুতে ছাত্রদলের বিদ্রোহী জিএস প্রার্থী জুনায়েদকে আজীবন বহিষ্কার 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
শাকসুতে ছাত্রদলের বিদ্রোহী জিএস প্রার্থী জুনায়েদ
expand
শাকসুতে ছাত্রদলের বিদ্রোহী জিএস প্রার্থী জুনায়েদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনে ছাত্রদলের বিদ্রোহী জিএস প্রার্থী মো: জুনায়েদ ইসলামকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে মো: জুনায়েদ ইসলাম বলেন, ‘শাকসুতে প্রার্থী হবার সময় আমাকে বলা হয়েছিলো যদি স্বতন্ত্র নির্বাচন করি তাহলে বহিষ্কার করা হবে। আমি যেহেতু শাকসুতে প্রার্থী হয়েছি সেই জায়গা থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। দল আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেয়নি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X