

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের আওতাধীন দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং পটুয়াখালী পৌর বিএনপির কমিটি স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিটিগুলো স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, পটুয়াখালী-১ আসনে দীর্ঘদিন ধরে সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ বিভাজন এবং মাঠপর্যায়ের কর্মকাণ্ডে স্থবিরতার অভিযোগ রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে আসনটিতে কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তুলে বিএনপির অবস্থান জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-১ আসনে বিএনপির সামনে সাংগঠনিকভাবে চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনের আগে কমিটি পুনর্গঠন ও মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়াতে না পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে। এ অবস্থায় কেন্দ্রের এই সিদ্ধান্তকে আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনে ভালো করার জন্য যা যা মঙ্গলজনক, দল সেটাই করবে। কেন্দ্র যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে।’
মন্তব্য করুন
