

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে মো. শাকিল মিস্ত্রী (৩০) নামে এক যুবককে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১১ জানুয়ারি) ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতের ছোট ভাই রাকিবের কাছে একই গ্রামের মো. নুরনবীর ছেলে মো. তামিম ৬০০ টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে মাঠে ক্রিকেট খেলার সময় ওই টাকা নিয়ে রাকিব ও তামিমের মধ্যে ঝগড়া হয়। এসময় বড় ভাই শাকিল মিস্ত্রি ঝগড়া থামাতে গিয়ে তামিমকে একটি থাপ্পড় দেন।
এই ঘটনার প্রতিশোধ নিতে ওইদিন সন্ধ্যায় শাকিল যখন স্থানীয় কেরানির দোকানের সামনে টিভি দেখছিলেন, তখন তামিম পেছন থেকে এসে ক্রিকেট স্টাম্প দিয়ে শাকিলের মাথায় অতর্কিত ও এলোপাতাড়ি আঘাত করেন। এতে শাকিল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ভোলা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি তার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
