

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিন রোববার (১১ জানুয়ারি) ৭০ জন প্রার্থীর শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫৮ জনের আপিল মঞ্জুর হয়েছে।
এদিন বিকেল ৫টার দিকে শুনানি শেষে এ তথ্য জানা যায়।
জানা গেছে, দ্বিতীয় দিনের শুনানিতে ৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া আরও ৬ জনের আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য স্থগিত রাখা হয়েছে। স্থগিত প্রার্থীদের আলাদা আলাদা সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার বিবেচনাধীন থাকা মুন্সিগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও রোববার মঞ্জুর করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিলের শুনানি শুরু হয়, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
মন্তব্য করুন
