সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে এলপিজি দোকান ও অবৈধ বালুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
মাধবপুর উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান
expand
মাধবপুর উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ জানুয়ারি) মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাধবপুর বাজার ও জগদীশপুর বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানগুলোতে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিধি লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে উপজেলার বড়ধলিয়া গ্রামের এনু মিয়ার ছেলে ইকরাম মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থ রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X