সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাচাতো ভাইয়ের হাতে অন্তঃসত্ত্বা নারী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
বুড়িচং উপজেলা হাসপাতাল
expand
বুড়িচং উপজেলা হাসপাতাল

কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফাহিমা আক্তার (২৫)। তিনি জহিরুল ইসলামের স্ত্রী এবং জাহাঙ্গীর আলমের মেয়ে। ফাহিমা দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী ছিলেন এবং অন্তঃসত্ত্বা অবস্থায় এক সপ্তাহ আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির উঠোনে শিশুদের ব্যবহৃত একটি ডায়াপার ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে ঢুকলে সাইদ সিয়াম ৪–৫ জন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ তাঁর ওপর হামলা চালান। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে ফাহিমাকে গুরুতর আহত করা হয়।

এ সময় ফাহিমার চিৎকার শুনে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি আটকের জন্য পুলিশ কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X