

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের একটি বক্তব্যের খণ্ডিত অংশ ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে তিনি বলেছেন, 'আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি হারুনকে কামিয়াবি করে, আমি কথা দিচ্ছি—সাবু ভাইয়ের আসলে কিছু নাই, তাঁর চলার মতো কিছু নাই, আমি ৫০ লক্ষ টাকা তার নামে ডিপোজিট করে দিবো। সেই টাকা দিয়ে তার চিকিৎসা হবে। আর তিনি যেন চলতে ফিরতে পারে।' তার এই বক্তব্যটির শুধুমাত্র এই অংশটি এসএন নিউজ২৪ নামের একটি ফেসবুক পেইজে প্রচার করা হয়। সেখানে বিভিন্ন মানুষ নানা রকম মন্তব্য করেছেন।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের থানা মোড়স্থ পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রচারের বিরুদ্ধে উপজেলা বিএনপির পক্ষ থেকে এক জরুরী সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, বেশ কিছুদিন পূর্বে হাবাসপুর ইউনিয়ন বিএনপির একটি প্রোগ্রামে আমি একটি বক্তব্য দিই। সেখানে আমি যে কথাগুলো বলি তার কিছু অংশ একটি কুচক্রী মহল সম্প্রতি ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। মূলত: সেখানে আমি বলেছিলাম আমরা একটা নির্দিষ্ট পরিমাণের টাকা ফান্ডে রাখবো আমাদের দলের পক্ষ থেকে। সেই টাকা দিয়ে আমাদের রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল সক সাবু ভাইয়ের নামে ডিপোজিট করে দিবো। সেখান থেকে তার উন্নত চিকিৎসার করা হবে।
তিনি আরও বলেন, যারা আমার সেই বক্তব্যের খণ্ডিত অংশ ফেসবুকে প্রচার করছেন আমি তাদের প্রতি আহ্বান রাখছি, আপনারা কখনোই এধরণের মিথ্যাচার এবং গুজব ফেসবুকে পোস্ট করবেন না। আর যদি পোস্ট করার দরকার তাহলে পুরো ভিডিও পোস্ট করবেন। যারা একাজ করেছেনে তাদের প্রতি আমি নিন্দা জ্ঞাপন করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, যশাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুন্নবী সাচ্চু, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. ফজলুল হক টুকু, বিএনপি নেতা মো. করিম মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
