সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুপারি বাগান থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছ থেকে তামিম ইকবাল নামে ১০ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামুল্লাহ গ্রামে একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার বিকেলে পূর্ব চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি গাছে শিশুটির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক অটোরিকশাচালক। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে মঙ্গল শিকদার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর এরশাদ আলীর তথ্যমতে, বিকেলে শিশুটি তার দাদা শফিক মিয়ার সঙ্গে স্থানীয় একটি রাইস মিলে গিয়েছিল। ওই সময় শিশুটির হাতে একটি রশি ছিল। দাদা যখন মিল মালিকের সঙ্গে কথা বলছিলেন, তখন শিশুটি সবার অগোচরে ওই রশি নিয়ে রাইস মিলের পেছনের সুপারি বাগানে চলে যায়। পরবর্তীতে সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা কেউ শিশুটিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই এবং শিশুটির দাদার বর্ণনার সঙ্গে ঘটনার মিল পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নয় বলে মনে করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X