সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

কমলনর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মো. পারভেজ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার চরলরেন্স ইউনিয়নের ভক্তপাড়া এলাকার মো. হানিফের ছেলে। সে উপজেলার কাদির পন্ডিতেরহাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, স্কুলছাত্র পারভেজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ফজুমিয়ারহাট যাওয়ার পথে মিয়াপাড়া-ফজুমিয়ারহাট সড়কের চরজাঙ্গালীয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X