সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে র‍্যাব-৯ এর অভিযান, এয়ারগান উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
উদ্ধার করা এয়ারগান
expand
উদ্ধার করা এয়ারগান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর বিশেষ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট থেকে অদ্যবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযানে র‍্যাব-৯ মোট ৩৫টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ৫০টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানের মাধ্যমে সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় র‍্যাব-৯ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার আকাশমনি গাছের বাগানের ঝোপে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় রাখা থাকতে পারে।

সংবাদ পাওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশিকালে ঝোপের ভেতর একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

র‍্যাব ধারণা করছে, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের শনাক্ত ও ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানটি জিডিমূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X