সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
অস্ত্রসহ চারজনকে আটক
expand
অস্ত্রসহ চারজনকে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীররাতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকার বাসিন্দা নাঈম (৩৮)-এর বসতবাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় বাড়িটি তল্লাশি করে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং আনুমানিক ১৪ থেকে ১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানকালে নাঈম ছাড়াও রুবেল ভূঁইয়া (৩৩), সুমন (৩০) ও রুনা আক্তার (৩৪)-কে আটক করা হয়। আটককৃত সবাই আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X