

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরাফ। সে ওই গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আরাফের চাচা মো. আব্দুল্লাহ (৫০) নিজ বাড়ির সামনে পুকুরপাড়ে একটি মৃত নারিকেল গাছ কাটছিলেন। গাছ কাটার শেষ পর্যায়ে হঠাৎ গাছটি ভেঙে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে আরাফ গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
