সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেফতার
expand
অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকায় সেনা কল্যাণ ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশা চালকের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জুয়েল মিয়ার ছেলে রতন (৩০), রংপুর জেলার পীরগঞ্জ থানার তামাদুপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সামিউল (৩৮), গাজীপুরের বাসন এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে সাগর (৩৭) এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেগমপুর গ্রামের মৃত বিশাল আলী শেখের ছেলে নুরুল ইসলাম (৩৫)।

তারা কোনাবাড়ি ও বাসন এলাকার ভাড়া বাসায় থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। মামলার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে রাজুর অটোরিকশা ভাড়া করে অভিযুক্তরা। পরে টঙ্গীবাজার এলাকায় এসে চালকের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং চেতনা নাশক খাবার খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় রাজুকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম তালুকদারের নেতৃত্বে হোন্ডা রোড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X