

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতর্কিত চিকিৎসক ডা. সুজন সাহার পদায়নের আদেশ প্রত্যাহারের দাবিতে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) সকালে স্থানীয় সর্বস্তরের জনগণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে কুড়িগ্রামে কর্মরত ও সাবেক কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহার বিরুদ্ধে অতীতে অসংখ্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডা. সাহা বিগত আওয়ামী লীগ সরকারের ‘ঘনিষ্ঠ দোসর’ হিসেবে পরিচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রচারণায় তার অতি-সক্রিয়তার প্রমাণ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে শিবচরের মতো গুরুত্বপূর্ণ জনপদে পদায়ন করা হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা চরম ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতিগ্রস্ত কোনো চিকিৎসককে শিবচরে প্রবেশ করতে দেওয়া হবে না। অবিলম্বে ডা. সুজন সাহার পদায়ন বাতিল এবং ডা. ফাতিমা মাহজাবীনকে স্বপদে বহাল না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শিবচরের স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
এ মানববন্ধনে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.ইব্রাহীম, সিইসিপি ওসমান গনি, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন, শিবচর উপজেলার সভাপতি ও স্বাস্থ্য সহকারী ইসমাইল হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন, আবুল খায়ের খান, মো.শাহীন শিকদারসহ স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
