রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অমিত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের মুখে পড়া যশোর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আদালতে দেওয়া লিখিত ও মৌখিক জবাবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছেন।

শুনানি শেষে বিচারক অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে তিনি নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে সশরীরে হাজির হয়ে শোকজের জবাব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতের আইনজীবী দেবাশীষ দাস।

আইনজীবী জানান, শুনানিকালে বিচারক অমিতের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তা সন্তোষজনক বিবেচনা করেন। পরে আদালত অভিযোগ খারিজের আদেশ দেন।

শুনানিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিচারক অমিতের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি আরও সতর্কতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ নোটিশ দেওয়া হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত নোটিশে রোববার সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক কম্বল বিতরণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ওই অভিযোগের প্রেক্ষিতেই আজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X