

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরে উদ্ধারকৃত বোমাটি উদ্ধারের ২৪ ঘন্টা পর শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বিশেষ ব্যবস্থায় সেটি নিস্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের সদস্যরা।
পরে বিষয়টি নিয়ে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের পরিদর্শক শংকর কুমার ঘোষ বলেন, বোমাটি শক্তিশালী আইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং রিমোর্ট কন্ট্রোলযুক্ত (নিয়ন্ত্রিত)। এটি সাধারণ বোমা থেকে শক্তিশালী ও প্রাণঘাতি।
সরেজমিনে দেখা যায়, বোমাটি নিষ্ক্রিয়করণে পুলিশের এই ইউনিটটির দশজন সদস্য অংশগ্রহণ করেন। প্রথমে তাঁরা বিশেষ নিরাপত্তা পোশাক পরিধান করে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা বোমাটির কাছে গিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়া বুলেটপ্রুভ সরঞ্জাম দিয়ে সেটি ঢেকে রাখেন। এরপর প্রায় ১০০ মিটার দূর থেকে তার যুক্ত যন্ত্রের মাধ্যমে বোমাটি বিস্ফোরণ ঘটান। এসময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উচ্চতায় ধোয়া ও প্রায় ৫০ ফুট উচ্চতায় স্পিøন্টার ও অন্যান্য সরঞ্জাম ছিটকে যায়। পরে তাঁরা আলমত সংগ্রহ করে নিয়ে যান।
এর আগে গতকাল শনিবার সকাল ১০ টার দিকে ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা ও প্রধান সড়কের আলীপুর আলীমুজ্জামান সেতুর পূর্ব-দক্ষিণ প্রান্তে একটি নীল রংয়ের ব্যাগের ভেতরে রাখা বোমা সন্দেহে ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। প্রায় দুই ঘন্টা শেষে দুপুর ১২ টার দিকে সেনাবাহিনীর বিশেষ একজন সদস্য সেটি উদ্ধার করে প্রায় ৩০০ দূরে সেতুটির নিচে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয়। এরপর রাতভর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরী করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। যে বা যারা এটি রেখেছে তাঁদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
মন্তব্য করুন
