রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর-৩: জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
মজিবুর রহমান আজাদী
expand
মজিবুর রহমান আজাদী

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়।

এর আগে, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

আপিল শুনানিতে কমিশন আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে প্রার্থিতা ফিরে পান আজাদী। শুনানি শেষে তিনি বলেন, যাচাই-বাছাইয়ের সময় অনিচ্ছাকৃত একটি ভুলের কারণে তার মনোনয়ন বাতিল হয়েছিল। নির্বাচন কমিশনে আপিল করার পর আজ সেই আপিল গ্রহণ করা হয়েছে।

তিনি জামালপুর-৩ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X