

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোঃ মিন্টু ফরায়েজীর বিরুদ্ধে সরকারি ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম, স্বার্থজটিল আচরণ এবং দায়িত্বে নিষ্ক্রিয়তাসহ ১৬টি অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১০ জন নির্বাচিত ইউপি সদস্য।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন তারা।
শনিবার (১০ জানুয়ারী) কয়েকজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান মিন্টু ফরায়েজী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠজন। তিনি ওই ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন।
অনাস্থা প্রস্তাবে সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান বিভিন্ন সরকারি বরাদ্দের প্রকল্প, ডিজিটাল সেন্টার পরিচালনা, পাকা ঘর বরাদ্দ, গৃহহীনদের তালিকা প্রণয়ন, গাছ কাটার অনুমতি, রাস্তা প্রশস্তকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিসহ প্রায় সব ক্ষেত্রেই একক সিদ্ধান্ত গ্রহণ করে আসছেন। এতে পরিষদের সদস্যরা মতামত দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প বণ্টনের ফলে ইউনিয়নের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, বশির হাওলাদার ও আবুল হোসেনসহ কয়েকজন ইউপি সদস্য বলেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্তের কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউনিয়নের স্বার্থে আমরা অনাস্থা প্রস্তাব দিতে বাধ্য হয়েছি।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ইউপি সচিব ও কয়েকজন মেম্বারের অনিয়মের প্রতিবাদ করায় তারা ষড়যন্ত্র করছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, আমার কাছে লিখিত অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। আইন অনুযায়ী বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
