

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে ফুয়াদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক পদে মো: আরিফুল ইসলাম আরিফ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির মোট ভোটার সংখ্যা ৬৮৬টি। এর মধ্যে ৬৪১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে সভাপতি পদে বটগাছ প্রতীকে ফুয়াদ রেজা ফাহিম ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:মাসুদ রানা ছাতা প্রতীকে ১০২ ভোট এবং মো:আল আমিন রানা(কানাই) গরুর গাড়ি ৯১ ভোট পেয়ছেন।
সাধারণ সম্পাদক পদে ট্রাক প্রতীকে আরিফুল ইসলাম আরিফ ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম সিরাজুল ইসলাম (টোটন) মোটরসাইকেল প্রতীকে ১৭৫ ভোট এবং মো:মোস্তফা জাহাজ প্রতীকে ১০৩ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে আনারস প্রতীকে মো:ইদ্রিস আলী ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:তরিকুল ইসলাম কাঠাল প্রতীকে ২২৬ ভোট এবং মো:মাসুদ আহসান আম প্রতীকে ৯ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে রেন্জ প্রতীকে মো:সাইদুল ইসলাম বিশ্বাস ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আবুল কালাম আজাদ টায়ার প্রতীকে ১৫৩ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক টিয়া পাখি প্রতীকে পদে মো: অভি আরাফাত ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:আশিকুর রহমান মোরগ প্রতীকে ১৯৭ ভোট এবং মো:জুয়েল প্রামানিক ময়ূর প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীকে মো:জিল্লুর রহমান ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:আবু হেনা মোস্তফা কামাল (লিটন) দেয়াল ঘড়ি প্রতীকে ২২৯ ভোট পেয়েছেন।
এছাড়াও নির্বাহী সদস্য ৯ পদে মধ্যে যৌথভাবে ৫০৫ ভোট পেয়ে ১ম মই প্রতীকে নিশান আহমেদ ও দোয়াত কলম প্রতীকে মো:জুবায়েদ হোসেন,টেবিল প্রতীকে ৫০১ ভোট পেয়ে ২য় গোলাম মোস্তফা,খেজুর গাছ প্রতীকে ৪৮৩ ভোট পেয়ে ৩য় মো:আমিরুল ইসলাম,মাছ প্রতীকে ৪৭৭ ভোট পেয়ে ৪র্থ মো:ওয়ালিউর রহমান,বালতী প্রতীকে ৪৬২ ভোট পেয়ে ৫ম মো:মজিবর রহমান,বই প্রতীকে ৪৪১ ভোট পেয়ে ৬ষ্ঠ শ্রী পরেশ কুমার ঘোষ মিলন,চেয়ার প্রতীকে ৪২৩ ভোট পেয়ে ৭ম সাইফুজ জামান সুজন ও হাতি প্রতীকে ৩৬৩ ভোট পেয়ে রমেশনাথ চ্যাটার্জি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১৫ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ জন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন,সহ-সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন,সহ-সাধারণ পদে ২ জন,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন,কোষাধ্যক্ষ পদে ২ জন এবং নির্বাহী সদস্য ৯ পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মন্তব্য করুন
