সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি
expand
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌ-দুর্ঘটনার আশঙ্কায় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার রাত ১০টার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশা এতটাই তীব্র হয় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো চোখে পড়ছিল না। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাত ১১টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া–পাটুরিয়া রুটে সব ধরনের ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X