শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের পোশাক পরে স্ত্রীর টিকটক ভাইরাল

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক মাধ্যম টিকটকে করে তার স্ত্রী
expand
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক মাধ্যম টিকটকে করে তার স্ত্রী

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক মাধ্যম টিকটকে প্রকাশ করায় রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম মো. সাইফুজ্জামান।

তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর এ আদেশ দিয়েছেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি খবর পান যে, কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকেন এবং সিমা তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে দেন।

খবর পেয়ে তিনি নিজে ওই বাড়ি যান। যাচাই করে দেখেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজ এখনও পাননি। কিন্তু সিমা যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দেন, সে অভিযোগ সত্য।

এরপর বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই তাকে থানা থেকে প্রত্যাহার করা। এরপর রাতেই তিনি থানা থেকে চলে গিয়ে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারী অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি স্বামীর পোশাক পরে ভিডিও করে নিয়মিতভাবে টিকটকে প্রকাশ করে আসছিলেন। এই নারীর বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X