শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিশালে গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম
আহসান হাসান
expand
আহসান হাসান

ঢাকার রমনা থানার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাতে বিবিরপুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানাযায়, আহসান হাসান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিট কমিটির সক্রিয় নেতা এবং তার বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের জুলাই আগস্টে তিনি ছাত্র-জনতার আন্দোলনে ওপর হামলা চালিয়েছেন এবং আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নিজেকে আড়ালে রাখেন। শহরের বৈদ্যপাড়া এলাকার বাসাসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অন্তবর্তী সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পরে একাধিক মামলায় জড়িয়ে আত্মগোপনে ছিলেন। বরিশাল এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেওয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে চলছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মোঃ নাসিম বলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসান বিবিপুকুরসংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে অবস্থান করেছেন এবং তার বিরুদ্ধে ঢাকা ও বরিশালে একাধিক মামলা আছে এই তথ্য নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X