

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রের মুখে খামার মালিককে জিম্মি করে গরু ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও লুট হওয়া গরু উদ্ধার করতে পারেনি পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়ায় ইসমাইল হোসেনের মালিকানাধীন এন আই এগ্রো ফার্মে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে খামার মালিককে বেঁধে রেখে অন্তত ১২টি গরু লুট করে নিয়ে যায়।
খামার মালিক জানান, ঘটনার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্ধার অভিযান চোখে পড়েনি। লুট হওয়া গরুগুলোই ছিল তার পরিবারের জীবিকার প্রধান অবলম্বন।
তিনি আরও বলেন,ঘটনার তিন দিন হয়ে গেল, কিন্তু এখনো কোনো গরুর সন্ধান পাওয়া যায়নি। আমরা চরম অনিশ্চয়তায় আছি। দ্রুত গরু উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
পুলিশ জানায়,গরু উদ্ধারে অভিযান ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত গরু উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
