বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদিতমারীতে ভারতীয় নাগরিক আটক 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
আটক ভারতীয় নাগরিক
expand
আটক ভারতীয় নাগরিক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিশ্বজিৎ কুমার দাস(২৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদিতমারী থানায় সোপর্দ করে বিজিবি।

এর আগে মঙ্গলবার(২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাউয়ার চর সীমান্তের ৯২৫/৫-এস পিলার এলাকা থেকে আটক করে বিজিবি।

আটক বিশ্বজিৎ কুমার দাস ভারতের আলিপুরদুয়ার জেলা সদরের শিববাড়ী চেচাখাতা এলাকার অপু দাসের ছেলে। তিনি ৪ বছর ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা গাজিপুরের একটি কোম্পানীতে কর্মরত ছিলেন।

বিজিবি ও সীমান্তবাসী জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাউয়ার চর সীমান্ত দিয়ে গভির রাতে ভারতে প্রবেশের চেষ্টা করে বিশ্বজিৎ কুমার দাস। খবর পেয়ে সীমান্তে টহলরত দুর্গাপুর বিওপি'র সদস্যরা তাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে বাংলাদেশী ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং ০১ কপি ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করে বিজিবি।

এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্বজিৎ কুমার দাসকে আদিতমারী থানায় সোপর্দ করে বিজিবি।

স্থানীয় একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, আটক বিশ্বজিৎ কুমার দাসের বাবা অপু দাস বাংলাদেশ থেকে অনেক বছর আগে ভারতে পাড়ি জমান। সেখানে জন্ম হয় বিশ্বজিৎ কুমার দাসের। সেই সুত্রে তিনি ভারতীয় নাগরিক হলেও গত ৪ বছর আগে বাংলাদেশে অবৈধ প্রবেশ করে গাজিপুরে একটি কোম্পানীতে চাকুরি করেন। সেখান থেকে ছুটি নিয়ে মঙ্গলবার ভারতে ফিরতে গিয়ে বিজিবি'র কাছে আটক হন বিশ্বজিৎ কুমার দাস।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক আদিতমারী থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X