

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দিনে-দুপুরে সোনালী ব্যাংকের হবিগঞ্জ জেলা শাখার ডিজিএম সমীর বিশ্বাসের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল গ্রীলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চুরির ঘটনাটি ঘটে বানিয়াচং উপজেলা সদরের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লায়। বাড়িটি স্বর্গীয় সুব্রত বিশ্বাসের এবং তার ছোট ভাই সোনালী ব্যাংকের হবিগঞ্জ জেলা শাখার ডিজিএম সমীর বিশ্বাসের মালিকানাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা থেকে বিকেল ৫টার মধ্যে চোরেরা বাড়ির গ্রীলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ লক্ষাধিক টাকা এবং ২টি স্বর্ণের চেইনসহ অন্যান্য স্বর্ণালংকার নিয়ে যায়।
এলাকাবাসী জানান, ওই পাড়ায় বেশ কয়েকটি বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় সুযোগ নিয়ে কিছু যুবক সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ভয়ের কারণে অনেকেই এসব বিষয়ে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন
